২৪শে জীবন বদল

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

-মীম সরদার
জীবনে রং বদল হৃদয় করে শীতল ২৪ শের ৫ বসন্ত এলো ধূলিসাৎ অতীত অতল সূর্য উদয় অন্ধকারে তুমি এলে প্রাণ পাড়ে আমি বিভৎস অভিশপ্ত ভাগ্য বদলে সে তুমি রপ্ত সুপ্রেমের সুবাসে মিশে নয়া রূপের মায়া এসে শেষ -শুরু সূদুর তলবে হৃদ এ সূরে চুরমার হবে কি? আত্মার টানে এপার ওপার পানে সৌভাগ্যের উপহার জীবনে করবো পার অনাকাঙ্খিত গল্প ইতিহাস গড়বে স্বল্প তুমি আর আমি এলে ইস্ক মোহাব্বত মিলে