সোনাগাজীর আহ্বায়ক কবির আহমদকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২১

ফেনীর জেলার সোনাগাজী উপজেলার যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক এবং বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় সিনিয়র সহকারী পরিচালক আবুল বাশার কবির আহমদকে সামাজিক কর্মকান্ডের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
২৭ ডিসেম্বর শুক্রবার বিকালে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হয়। তার এ সম্মাননা প্রাপ্তির জন্য শনিবার বিকালে সোনাগাজীর ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ও মানব কল্যাণ ট্রাস্টের সদস্যরা আবুল বাশার কবির আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, যায়যায়দিন ফেন্ডস ফোরামের উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিনের সোনাগাজী প্রতিনিধি হাসান মাহমুদ; ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের সোনাগাজী প্রতিনিধি জাবেদ হোসেন মামুন; পরিবেশ ও মানবাধিকার সোসাইটির নির্বাহী পরিচালক কাজী মেজানুর রহমান মিস্টার, ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব সার্জেন্ট ও ট্রাস্টের সাধারণ সম্পাদক সার্জেন্ট মহিউদ্দিন অবস, ফ্রেন্ডস ফোরামের সদস্য ও ট্রাস্টের সহসভাপতি নুরনবী, ফ্রেন্ডস ফোরামের সদস্য ও মানব কল্যান ট্রাস্টের সহসভাপতি বেলায়েত হোসেন মিলন, ফ্রেন্ডস ফোরামের যগ্ম আহ্বায়ক ও ট্রাস্টের কোষাধ্যক্ষ খোরশেদ আলম, সদস্য মাস্টার আবদুল হক, বেলায়েত হোসেন, সালাম আমিন, আকবর হোসেন সুমন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
যাযাদি/ এস