দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি: ওসি শাহিনুর আলম
সিদ্ধিরগঞ্জে ফ্রেন্ডস ফোরামের শীতবস্ত্র বিতরণ
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৯ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪

বন্ধুত্ব করি-দেশ গড়ি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, আসুন দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। মানবসেবায় আমরা সবাই এগিয়ে আসি। আমরা সবাই মানবিক হই।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এটা মানবিক কাজ। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মত এরকম মানবিক কাজে অন্যরাও এগিয়ে আসলে সমাজে অসহায় মানুষদের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী পূর্ব এলাকায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম এসব কথা বলেন।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে মা আমেনা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইনাদী দারুল উলুম মাদ্রাসার সভাপতি হাজী সিরাজুল ইসলাম। দৈনিক যায়যায়দিন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ শাহনেওয়াজ ভুঁইয়া বাবুল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকালের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক আতিক আজিজ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু, দৈনিক জনকণ্ঠ নারায়ণগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার মো. খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, নাসিক ১নং ওয়ার্ড সমাজসেবক হাজী আহমদউল্লাহ, জাতীয় লেখক সোসাইটি সভাপতি কবি ও মানবাধিকার কর্মী লুৎফর রহমান সর্দার, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম আমির হোসেন, নাসিক ১নং ওয়ার্ড সমাজসেবক গাজী মনির হোসেন, আরটিভি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন স্বপন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, অর্থ সম্পাদক আফরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রানা, নারায়ণগঞ্জ বন্দর যায়যায়দিন প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম মিশু, বাংলাদেশের আলো স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম, চ্যানেল এস এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এসএইচ মুন্না খান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সদস্য মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া আলমগীর ও মোঃ মোখলেস সহ প্রমুখ।
এসময় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামকে মোবারকবাদ জানিয়ে বলেন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মানবিক কাজ।
এভাবে মানবতার সেবায় সামাজিক কাজে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথি হাজী সিরাজুল ইসলাম বলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মানব কল্যাণে শীতবস্ত্র বিতরণ করায় যায়যায়দিনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এসময় অসহায় দরিদ্ররা শীতবস্ত্র পেয়ে সকলে আনন্দ উপভোগ করেন।
যাযাদি/ এআর