মাধবদীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক আব্দুল কাইউম মোল্লাকে সংবর্ধনা

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নরসিংদীর মাধবদীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মাধবদী শাখার আহŸায়ক আব্দুল কাইউম মোল্লা নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মাধবদী শাখার আয়োজনে এই সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মাধবদী শাখার আহŸায়ক, নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্টি এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মাধবদী শাখারদস্য সচিব, ব্রাদার্স ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিসিং মিলসের পরিচালক মোঃ এমদাদুল হক। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মাধবদী শাখার উপদেষ্টা মুহাম্মদ মুছা মিয়ার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মাধবদী শাখার যুগ্ম আহŸায়ক মোঃ নজরুল ইসলাম, আব্দুল মালেক মোল্যা, যুগ্ম সদস্য সচিব সাইফুর রহমান সায়েম, আব্দুল্লাহ রাজিব, সদস্য মোঃ মনির হোসেন, ইঞ্জি. মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল আমিন, মোঃ ওমর ফারুক, ইনজামামুল হক, মোঃ সুমন সরকার, মোঃ শুকুর আলী প্রমূখ। 

উল্লেখ্য যে, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম “বন্ধুত্ব করি দেশ গড়ি” ¯েøাগানকে সামনে রেখে আগামীর সমাজকে বিনির্মানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই লক্ষে মাধবদী যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম বিভিন্ন কর্মসূচী পালন করছে। তারই ধারাবাহিকতায় সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় আসছে রমজানে  অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল ও ঈদের পরে আনন্দ ভ্রমন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

যাযাদি/ এমএস