বইমেলায় আব্দুল আজিজের দ্রোহের কাব্যগ্রন্থ 'ষোলো থেকে পাঁচ'
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২

কবিশিল্প সুন্দর কিংবা কুৎসিতকে আরো সুন্দর করে তোলে। সত্যকে সত্যের মশাল নিয়ে এগিয়ে যায় অগ্রপানে। সত্যের ঝাণ্ডা উড়ায় বিদ্যুৎ গতিতে। সেই সত্যের মহানুভবতা বুকে লালন করে কথাসাহিত্যের পথে বিচরণ করেছেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার সদস্য কবি আব্দুল আজিজ। বইমেলা ২০২৫ এ কবি আব্দুল আজিজ এর দ্রোহ ও জুলাই বিপ্লব নিয়ে রচিত কাব্যগ্রন্থ ষোলো থেকে পাঁচ।
কবি আব্দুল আজিজ প্রেম, দ্রোহ, প্রকৃতি , দেশপ্রেম ও অধিকার ইত্যাদি নিয়ে বইটি সাজিয়েছেন। বইটির প্রচ্ছদ করেছেন রুদ্ধ আকাশ এবং উচ্ছ্বাস প্রকাশনী হতে বইটি প্রকাশ হচ্ছে। অমর একুশে বইমেলার ৬৬৯ স্টলে বইটি পাওয়া যাবে। কবি আব্দুল আজিজ কবিতায় মাঝে সমাজের অসংগতি চাপাপরা সত্য, দ্রোহ, অভিমান, প্রেম ভালোবাসা ও বিরহের শব্দ দিয়ে চাষ করেন কবিতার জমিন। তার লেখার মাঝে এক অমীয় সুধা আছে যে কেউ পাঠ করলে বুঝতে পারবে।
তিনি ভালোবাসায় ও বিরহে যেমন বিভোর থাকেন, দ্রোহ ও অধিকার আদায়ে তেমনি অগ্নুৎপাত হয়ে থাকেন। 'ষোলো থেকে পাঁচ' গ্রন্থটি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই গ্রন্থে তিনি অন্যায়ের প্রতিবাদ এবং অধিকার আদায়ে প্রতি কলমের কালিতে রচনা করেছেন সাহসী কাব্য। মানবতা, অধিকার, নীতি সত্য প্রকৃতির প্রেমও দেখা গেছে কবিতার পরতে পরতে। কবিতা মানুষের মনের কথা বলে- অধিকারের কথা বলে। "ষোলো থেকে পাঁচ' সেই মনের কথা বলবে। উল্লেখ্য, ষোলো থেকে পাঁচ লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ, তাঁর প্রথম কাব্যগ্রন্থ রুদ্ধ বিলাপ।
কবির যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৩টি। কবিতা ছড়ার পাশাপাশি গল্প ও উপন্যাস লেখেন। তার প্রকাশিতব্য উপন্যাস দিস্তা কাগজ। তিনি পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে তিনি বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম শিবচর, মাদারীপুর
যাযাদি/ এমএস