গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন ও ইফতার মাহফিল
প্রকাশ | ১৬ মার্চ ২০২৫, ১৩:০৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:১২

আন্তর্জাতিক নারী দিবস ছিল ৮ মার্চ। এ দিবস উপলক্ষ্য করে বিকাল ৪টায় কৃষি টাওয়ার, পশ্চিম জয়দেবপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফোরাম গাজীপুরের সভাপতি ডা. খোন্দকার শাহিদুল হক এবং সঞ্চালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক তপন কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের, কবি ও সাংবাদিক মো. জসিম উদ্দিন ভূঁইয়া এবং হুমায়ূন কবির সুমন। সভায় আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন তপন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গাজীপুর। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো, ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন/ নারী ও কন্যার উন্নয়ন।’ কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও নারীদের সুরক্ষা প্রদানের আইন প্রণয়ন ও সঠিকভাবে বাস্তবায়নের দিকে গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
ডা. সাদিয়া সুলতানা তার বক্তব্যে বলেন যে, নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়ন ও উন্নয়নের বিষয়টি শুধু দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এর যথাযথ বাস্তবায়ন দরকার। তিনি প্রতিনিয়ত নারীদের ওপর নির্মম নির্যাতনের ভয়াবহতার চিত্র তুলে ধরে এর দৃষ্টান্তমূলক আইনানুগ প্রতিকার দাবি করেন। এরপর ফোরামের সহ-সভাপতি তাছলিমা সাদিক তার বক্তব্যে ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালনের উদ্যোগ নেওয়াতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তিনি নারী মুক্তির আকাক্সক্ষার প্রতি সবাইকে সম্মান ও সহযোগিতা প্রদানের আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুরের জেল সুপার রফিকুল কাদের সব বৈষম্য নিরসন করে নারীদের সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহবানসহ আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এছাড়াও তিনি ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান ফ্রেন্ডস ফোরাম কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস পালনের পাশাপাশি ইফতার মাহফিলের আয়োজন করাতে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রত্যেকটি ধর্মেই নারীদের বিশেষ সম্মান প্রদর্শনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। কোনো সভ্য সমাজ নারীদের প্রতি সহিংস আচরণ করতে পারে না। মানব সভ্যতা জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হলেও নারীদের সমান অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে। নারীদের পেছনে রেখে কোনো জাতি সামনে অগ্রসর হতে পারে না। নারীদের মধ্যে কেউ আমাদে মা, কেউ কন্যা কিংবা বোন। তাদের আর্থিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। নারীদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের অধিকারের দায়বদ্ধতা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজ নিজ ক্ষেত্রে বাস্তবায়নের আহবান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম আলম ও তাছলিমা সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাদিয়া সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক মো. রাসু, সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বি এম নাসির উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের তুষার, অর্থ সম্পাদক মো. নূর আক্কাস, সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার সানি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক জিতু, সহ-ক্রীড়া সম্পাদক সেকান্দার হোসেন নাহিদ, সদস্য রফিকুল ইসলাম দুর্জয়, মো. আখতার হোসেন, দপ্তর সম্পাদক মো. আল জাব্বির হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম খান (এসআই খান), সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. আলমগীর হোসেন টুটুল, সদস্য তপতী চক্রবর্তী, ত্রেয়া চক্রবর্তী, প্রদীপ কুমার, শেখ রিমায়েত হোসেন, শারমিন আক্তার, তাওহীদ আহম্মেদ, মোহাম্মদ আলী, জরুহুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন তন্ময়, প্রচার সম্পাদক মো. জিল্লুর রহমান, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. ইসরাফিল মো. আনোয়ার, সদস্য জীবন রহমান, তিথী চক্রবর্তী, তপতী চক্রবর্তী, মো. আজগর আলী, মো. মিজানুর, মো. কবির হোসেন, ফটিক মিয়া, শাম্মী আক্তার, মো. খোরশেদ আলম, মো. কামাল হোসেন, মো. মোস্তফা কামাল প্রমুখ।
পরিশেষে সভাপতি ডা. খোন্দকার শাহিদুল হক আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদযাপনের এই বৈশ্বিক দিনে গাজীপুরের ফ্রেন্ডস ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শত ব্যস্ততার মধ্যেও অংশগ্রহণের জন্য সবাইকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই ফোরামের সেসব বন্ধুদের যাদের আন্তরিক প্রচেষ্টায় আরও একটি সফল অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়েছে। অতঃপর তিনি সবাইকে দোয়া, ইফতার মাহফিল ও রাতের খাবারে অংশগ্রহণের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
অতঃপর ইফতারের পূর্বে দেশ ও সবার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা মো. আজগর আলী, খতিব, লক্ষ্মীপুরা ওমর জামে মসজিদ, গাজীপুর।
যাযাদি/ এসএম