যায়যায়দিন পত্রিকার সিনিয়র এক্সিকিউটিভ শিশিরের ইন্তেকাল
প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৪৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৯

দৈনিক যায়যায়দিন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মামুনার রশিদ (শিশির) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ ১৬ এপ্রিল ২০২৫ সকাল সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র সাতচল্লিশ (৪৭) বছর।
তিনি দীর্ঘদিন যাবৎ যায়যায়দিন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। সদা সদালাপী বন্ধুবৎসল একজন মানুষ যিনি তাঁর পেশাদারিত্বে,সব সময় অটুট ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তানহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে যায়যায়দিন পরিবার গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
আগামীকাল তার নিজ বাড়ী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দাফন কাজ সম্পন্ন করা হবে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
আমিন
যাযাদি/ এমএস