টাঙ্গাইলের তিনটি ক্লিনিক তালাবদ্ধ

প্রকাশ | ২০ নভেম্বর ২০২০, ১৯:২২

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

 

টাঙ্গাইল শহরের রেজিস্টেশনবিহীন তিনটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। বৃহস্পতিবার(১৯ নভেম্বর) বিকালে শহরের বিভিন্ন এলাকায় ক্লিনিক মালিক সমিতির নেতাদের সাথে নিয়ে এ অভিযান চালানো হয়।

 

এ সময় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিক ও সাধারণ সম্পাদক বজলুর রহিম রিপনসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, টাঙ্গাইলের কয়েকটি ক্লিনিক রেজিস্টেশন বিহীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে- এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় টাঙ্গাইল আই সেন্টার,  এসএসএস চক্ষু হাসপাতাল এবং একতা ক্লিনিক অ্যান্ড হাসপাতালের কোন রেজিস্টেশন না থাকার কারণে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সাথে তারা কাগজপত্র ঠিক করে পরবর্তীতে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়। তা না হলে ওই সকল ক্লিনিক মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।