বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের ১৩ রাজ্যে বার্ড ফ্লু ছড়ানোর খবর মিলছে

যাযাদি ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২১, ১৫:৪২

ভারতের অন্তত ১৩ টি রাজ্যে বার্ড ফ্লু রোগ ছড়ানোর বিষয়টি জানা গেছে। যার মধ্যে ৯টি রাজ্যে পোল্ট্রি মুরগির শরীরে এবং ১২ টি রাজ্যের বন্য পাখিদের শরীরে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা মিলছে। গতকাল শনিবার ভারতের কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেইরি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, ২৩ জানুয়ারি ৯টি রাজ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। কেরালা, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিসগঢ়, উত্তরাখণ্ড, গুজরাট, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব হলো সেসব রাজ্য।এইসব রাজ্যে পোল্ট্রি মুরগিতে বার্ড ফ্লু ধরা পড়েছে।

তবে মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিসগঢ়, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরে বন্যপাখিতে বার্ড ফ্লু ধরা পড়েছে। আক্রান্ত বন্যপাখিদের মধ্যে কাক ও অতিথি পাখি রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রথম ব্যক্তি শনাক্ত হয়। এরপর এই ভাইরাসে সারাবিশ্বের ২১ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সূত্র: খালিজ টাইমস

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে