শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে মডার্নার টিকা আনতে টাটার উদ্যোগ

যাযাদি ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২১, ১৪:৫৩

ভারতে মডার্না উদ্ভাবিত করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা তৈরির জন্য আলোচনা শুরু করেছে টাটা গ্রুপের হেলথকেয়ার ইউনিট। ভারতীয় প্রতিষ্ঠানটি মডার্নার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে উৎপাদনে যেতে চায় বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

গত নভেম্বর মডার্নার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, মডার্নার টিকা ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকর এবং এর মারাত্মক কোন নিরাপত্তা ঝুঁকি নেই। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়ার পর চলতি মাসের শুরুতে ইউরোপে অনুমোদন পায় মডার্না।

বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তার বরাতে ইকোনমিক টাইমস জানায়, ভারতে মডার্নার ক্লিনিকাল পরীক্ষায় ইন্ডিয়া’স কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সঙ্গে একীভূত হয়ে কাজ করবে টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিকস।

দেশের বাইরে পরীক্ষা হলেও যেকোন টিকার ভারতে আনার পর স্থানীয়ভাবে তার ক্লিনিকাল পরীক্ষা চালানো বাধ্যতামূলক করেছে সরকার। যদিও এর আগে ভারত নিজেদের উৎপাদিত একটি টিকার ফাইনাল পরীক্ষার আাগেই অনুমোদন দিয়েছে।

মডার্নার টিকার বড় সুবিধা হলো, এটা ফ্রিজের স্বাভাবিক তাপমাত্রায় রাখা যায়। যেখানে ফাইজারের ভ্যাকসিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। এর ফলে ভারতের মতো দরিদ্র দেশগুলো মডার্নার টিকায় বেশ সুবিধা পাবে। কারণ তাদের কোল্ড চেইন খুবই সীমিত।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে