শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে করোনায় বাংলাদেশির মৃত্যু

যাযাদি ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২১, ১৫:৩৪

ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুমেল আহমেদ (৪০) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সোমবার (২৫ জানুয়ারি) ভোর ৬টায় মারা যান তিনি।

রুমেলের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামে। তার বাবার নাম মৃত হিরন মিয়া। রুমেল ব্রাজিলে ব্যবসা করতেন।

পরিবার সূত্র জানায়, সাত বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রুমেল আহমদ। কয়েক বছর পর তার স্ত্রী সন্তানদেরও সেখানে নিয়ে যান। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া শহরে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। দুই মাস আগে একটি মেলায় স্টল দিতে সাও পাওলো শহরে একা যান রুমেল। সেখানে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় গত ২৮ ডিসেম্বর তাকে সাও পাওলোর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে