করোনার তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন দিল রাশিয়া

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৮

যাযাদি ডেস্ক

এবার ব্যবহারের জন্য করোনাভাইরাসের তৃতীয় আরেকটি ভ্যাকসিন কোভিভ্যাকের অনুমোদন দিয়েছে রাশিয়া। শনিবার দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে করোনার এই ভ্যাকসিনের অনুমোদনের তথ্য জানিয়েছেন।

 

যদিও রাশিয়ার চুমাকভ সেন্টারের উদ্ভাবিত করোনাভাইরাসের এই ভ্যাকসিনের ব্যাপক পরিসরের তৃতীয় ধাপের পরীক্ষা এখনও শুরু হয়নি। মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের স্পুটনিক-৫ সহ রাশিয়া ইতোমধ্যে করোনাভাইরাসের আরও দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। শেষ ধাপের পরীক্ষার ফল প্রকাশের আগেই এ দুটি ভ্যাকসিনেরও অনুমোদন দেয় রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

 

তৃতীয় ধাপের পরীক্ষার ফল ছাড়াই রাশিয়া ভ্যাকসিনের অনুমোদন দেওয়ায় তা নিয়ে পশ্চিমা বিশ্বের অনেক বিজ্ঞানী উদ্বেগ প্রকাশ করেন। রাশিয়া স্পুটনিক-৫ ভ্যাকসিনের অনুমোদন দেয় গত আগস্টে এবং এই ভ্যাকসিনটির শেষ ধাপের পরীক্ষা শুরু হয় সেপ্টেম্বরে। প্রাথমিক পরীক্ষায় ভ্যাকসিনটি ৯১ দশমিক ৪ শতাংশ কার্যকর প্রমাণিত হওয়ার পর গত ডিসেম্বরে দেশটিতে গণহারে প্রয়োগের অনুমতি দেওয়া হয়।

 

যাযাদি/ এস