করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৩৪২ জনে। নতুন করে আরও ৩৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ৪৩ হাজার ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) তার আগের ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে ৮ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে আরও ৪০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ২ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪ জন। অন্যজন বাড়িতে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ৩১৪ জন, বাকি দুই হাজার ২৮ জন নারী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬০ বছরের বেশি চারজন, বাকি একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd