সোনাইমুড়ীতে জাহানারা হাসপাতালে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ১৯:০৪

খোরশেদ আলম, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

 

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাহানারা হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ডা. সালমা এপসিপিএস ডিগ্রী না থাকলেও পরিচয় দিয়ে প্রতারণা, ভুল চিকিৎসা, রোগীদের সাথে দুর্বব্যহার ও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে নোয়াখালী জেলা সিভিল সার্জনের নির্দেশে তদন্ত শুরু হয়েছে।

 

তদন্ত কমিটিকে আগামী বুধবারের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মোস্তাক আহমেদ প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইননুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

যাযাদি/এস