​পটুয়াখালীতে কোভিড-১৯ টিকার ২য় ডোজেরকার্যক্রম শুরু

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২১, ১৬:৪৪

পটুয়াখালী প্রতিনিধি

 

সারাদেশে বিনামুল্যে কোভিড-১৯ টিকা দান কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে। প্রথম ধাপে পটুয়াখালী জেলায় ৭ ফেব্রুয়ারী থেকে ৭ মার্চ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ২৯ হাজার ৩৪০ জন।

গত বুধবার (৭ এপ্রিল) বিকেল ২য় ডোজের জন্য ৩০ হাজার ডোজ ভ্যাক্সিন সিভিল সার্জন অফিসে পৌঁছেছে। কোভিড-১৯ ভ্যাকসিন ১ম ডোজ গ্রহণ কারীর ২,৯৬০ ভায়াল ব্যবহার করা হয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন ২য় ডোজ দেওয়ার জন্য নতুন করে ২,৯৬০ ভায়াল সরবরাহ করা হয়েছে।

সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম সিপন বলেন, ‘কোভিড-১৯ ভ্যাক্সিনের ২য় ডোজ ৮ই এপ্রিল থেকে ২য় ডোজের টিকা নেয়া যাবে। দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে প্রথম ডোজ গ্রহনের টিকা কার্ড এবং সাথে বাড়তি ফটোকপি নিয়ে আসতে হবে। এছাড়াও ১ম ডোজ টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

 

যাযাদি/ এস