আইসিইউ খালি নেই ৮ সরকারি ও ৫ বেসরকারি হাসপাতালে

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২১, ১৭:২১

যাযাদি ডেস্ক

দেশের করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে খালি বেড এবং আইসিইউ’র সংখ্যা।

 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্যে দেখা গেছে, দেশের বড় ৮টি সরকারি হাসপাতাল এবং বেসরকারি ৫টি হাসপাতালে কোনও আইসিইউ বেড খালি নেই।

 

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, সরকারি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, ৫০০ শয্যা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ২৫০ শয্যা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ইউনিট-২) ও বার্ন ইউনিট,  ৫০০ শয্যা মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে কোনও আইসিউ বেড খালি নেই।

 

বেসরকারি হাসপাতালের মধ্যে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, এ এম জেড হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কোনও আইসিইউ বেড খালি নেই।

 

তাছাড়া করোনা ডেডিকেটেড অন্যান্য বেসরকারি হাপাতালগুলোতে ১-২টি করে আইসিইউ বেড খালি আছে।

 

যাযাদি/এসআই