২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা শনাক্ত ১২৯, উপসর্গসহ মৃত ৪

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ২১:৪১

বরিশাল অফিস

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল পর্যন্ত বরিশাল বিভাগে ১২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা  গেছেন একজন। এছাড়া শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে  বেশি করোনা শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৪৯ জন। এরপর ভোলায় ২৯ জন, পটুয়াখালীতে ১৯, পিরোজপুরে ১২, ঝালকাঠিতে ১২ ও বরগুনায় ৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ৬৮ জন রোগী সুস্থ হয়েছেন।

 

যাযাদি/এস