মিডওয়াইফ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৪১৫ জন

প্রকাশ | ০৬ মে ২০২১, ১৮:১৮

যাযাদি ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মিডওয়াইফ পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৪১৫ জন। তাদের তালিকা বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

বুধবার বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

এতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মিডওয়াইফ (১০ম গ্রেড) (বিজ্ঞপ্তির তারিখ- ৯ ডিসেম্বর ২০১৯ নম্বর ১২৮) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে চলতি বছরের ২০ মার্চ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীর এক হাজার ৪১৫ জন উত্তীর্ণ হয়েছেন।

 

এতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে, কমিশন তা সংশোধনের অধিকার রাখে। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল করা হবে।

 

লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

 

যাযাদি/এসআই