দেশে করোনার ৪ ধরন শনাক্ত

প্রকাশ | ৩০ মে ২০২১, ১৯:১৩ | আপডেট: ৩০ মে ২০২১, ২০:৫৯

যাযাদি ডেস্ক

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ১৪০ জনের দেহে বিদেশি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এদের মধ্যে ৮৫ জনের সাউথ আফ্রিকান, ২৩ জনের ভারতীয়, ২৭ জনের ইউকে এবং পাঁচ জনের দেহে নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।

 

রোববার (৩০ মে) অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।

 

তিনি বলেন, সারাদেশ থেকে এ পর্যন্ত ২৬৩টি জিনোম সিকোয়েন্স করা হয়েছে। তার মধ্যে সাতাশটি ইউকে ভ্যারিয়েন্ট, ৮৫টি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, পাঁচটি নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট এবং ২৩টি ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ভারতীয় ভ্যারিয়েন্ট ভারত থেকে আগত ব্যক্তি এবং তাদের সংস্পর্শে আসা এমন ব্যক্তিদের মধ্যে পাওয়া গেছে।

 

ডা. তাহমিনা শিরিন বলেন, ‘করোনার ভ্যারিয়েন্ট কোনো নতুন বিষয় নয়। যত জিনোম সিকোয়েন্স করা হবে ততো ধরনের ভ্যারিয়েন্ট শনাক্ত হবে। নতুন নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হবে। ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যতটুক সম্ভব ঘরের মধ্যে অবস্থান করতে হবে। ঘরের বাইরে বের হলে সঠিকভাবে মাস্ক পরতে হবে। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। টিকা নেওয়ার সময় আসলে টিকা গ্রহণ করতে হবে।’

 

যাযাদি/এসআই