১ জুলাই শুরু এফসিপিএস পরীক্ষা

প্রকাশ | ১৫ জুন ২০২১, ১৯:৩৫

যাযাদি ডেস্ক

 

জুলাই-২০২১ সেশনের এফসিপিএস সব পরীক্ষা আগামী ১ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস)। 

 

মঙ্গলবার (১৫ জুন) প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. টিটু মিঞাঁ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জুলাই-২০২১ সেশনের সব পরীক্ষা (এফসিপিএস ১ম পর্ব, এফসিপিএস ২য় পর্ব (শেষ পর্ব), প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিড-টার্ম এবং এমসিপিএস লিখিত পরীক্ষা আগামী জুলাইয়ে শুরু হবে।’

 

এফসিপিএস নিয়ে সাধারণ তথ্য

 

* এফসিপিএস (FCPS) মানে Fellow of the college of physicians & surgeons.

 

* বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এই ডিগ্রি দিয়ে থাকে।

 

* এফসিপিএস দেশের স্বাস্থ্যবিষয়ক সবচেয়ে জনপ্রিয় ডিগ্রি।

 

* প্রতি বছরের জানুয়ারি এবং জুলাই মাসে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

* ইন্টার্নশিপ শেষ করে বিএমডিসির পূর্ণ রেজিস্ট্রেশন পাওয়ার পর একজন চিকিৎসক এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।

 

যাযাদি/এসআই