শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল আউটসোর্সিং কর্মচারীরা বেতনের দাবীতে মানববন্ধন

প্রকাশ | ২৩ জুন ২০২১, ১৭:০২

মোঃ আশরাফ আলী, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে বকেয়া বেতন দাবিতে মানববন্ধন করেছে। গতকাল বুধবার সকালে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় মানবন্ধনে বক্তব্য রাখেন আউটসোর্সিং কর্মচারী আরিফ মাহমুদ, ইসলাম উদ্দিন, মইন খান, জাহাঙ্গীর কবীর কিরণ, মাহমুদা আক্তার নিঝুম প্রমুখ।

বক্তারা বলেন, আমরা করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে আসছি। মাস শেষে বেতনের জন্য আমরা দ্বারে দ্বারে ঘুরছি। দীর্ঘ ১০ মাস যাবত বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছি। ফলে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবী দাওয়া মেনে না নেয়া হবে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।

 

যাযাদি/ এস