গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহের উদ্বোধন

প্রকাশ | ২৬ জুন ২০২১, ২১:১০

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ লাখ টাকার সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেছেন নাটোর জেলা আ-লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি। শনিবার সকালে ভার্চুয়াল সভার মাধ্যমে উপজেলা পরিষদের অর্থায়নে ওই অক্সিজেন সরবরাহের উদ্বোধন করা হয়।

 

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় ওই অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেন তিনি।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, প.প কর্মকর্তা ডা.মোজাহিদুল ইসলামসহ আরো অনেকে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের জন্য এই অক্সিজেন বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ২৩টি বেডে ওই অক্সিজেন সেবা এক সাথে সেবা দেওয়া যাবে। করোনা আক্রান্ত রোগীদের আর অক্সিজেন ঘাটতি থাকবে না।

 

যাযাদি/এস