রাজধানীতে নকল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৫

প্রকাশ | ২৯ জুন ২০২১, ১০:৫৫

যাযাদি ডেস্ক

 

রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মালিবাগ এলাকায় 'আমেরিকা-চায়না ব্র্যান্ডের' নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ডিবির গুলশান বিভাগ এ অভিযান চালায়।

 

গ্রেপ্তার পাঁচজন হলো- লুবনা আক্তার (২৬), আনোয়ার কাজী (২৭), রামচন্দ্র বসাক (৬২), এসএম তাজমুল তারিক (৬৩) ও কনক কুমার শাহা (৫২)। ডিবি জানিয়েছে, কারখানাগুলোতে আমেরিকার মোটিভ এক্সট্রা, জে-প্লাস, চীনের তৈরি আইসি আর ওমেগা-৩, কেবিক্যাল-ডি, নিউজেল ম্যাক্স টিএম, নেক্সিট টিএম, ওরাকল টিএমসহ বিভিন্ন নকল ওষুধ তৈরি করা হতো।

 

ডিবির গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানিয়েছেন, অনুমোদনহীন এসব কারখানায় নারায়ণগঞ্জ জালকুড়িতে অবস্থিত আয়ুর্বেদিক দাওয়াইখানায় তৈরি অনুমোদনবিহীন বিভিন্ন ট্যাবলেট ও ক্যাপসুলকে কেজি দরে অথবা পিস হিসেবে কেনা হতো। এরপর ইচ্ছে মতো বিদেশি ওষুধের নাম দিয়ে আমদানি করা ওষুধ হিসেবে বাজারজাত করা হচ্ছিল।

 

যাযাদি/এসএইচ