বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশাল শেবাচিমে করোনা চিকিৎসায় ২০টি হাই ফ্লো নেজাল ক্যানোলা হস্তান্তর

বরিশাল অফিস
  ০১ জুলাই ২০২১, ১৮:৩২

বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে করোনা চিকিৎসাসেবার জন্য ২০টি হাই ফ্লো নেজাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এস আলম গ্রুপের পক্ষ থেকে এই ক্যানোলা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম, শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন ও এস আলম গ্রুপের পক্ষে ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড. মো. ইসতিয়াক হোসেন প্রমুখ।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা শেবাচিমের পরিচালকের হাতে ২০ টি হাই ফ্লো নেজাল ক্যানোলা তুলে দেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে