শারীরিক সম্পর্ক ছাড়াও হতে পারে এইডস

প্রকাশ | ২৯ মে ২০২২, ১৮:৪২

মো. হাসান মোল্লা

 

 

শুধুমাত্র অনৈতিক শারীরিক সম্পর্ক থেকে মরণব্যাধি এইচআইভি এইডস ছড়িয়ে থাকে অনেকে এমন মনোভাব পোষণ করলেও আসলে শুধু অনৈতিক  যৌন সম্পর্ক নয়, আরও অনেক কারণে এই রোগ ছড়াতে পারে শারীরিক সম্পর্ক ছাড়াও কয়েকটি কারণে  এইডস হতে পারে

 

শারীরিক সম্পর্ক ছাড়া এইডস ছড়াতে পারে এমন কারণ প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মত হচ্ছে, একজন যদি এই ভাইরাস বাহক হয়, তবে যৌন সম্পর্কের ফলে অপরজনের শরীরে সহজেই প্রবেশ করবে এই রেট্রোভাইরাস কনডম ব্যবহার করলে এইচআইভি আক্রান্ত হওয়ার কোনোই সম্ভাবনা থাকে নাÑ এমন ধারণাও ঠিক নয় কারণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌনমিলনের সময়ে কনডম ফুটো হয়ে গেলে হতে পারে বিপদ এইডস আক্রান্ত রোগীর শরীরে ফোটানো সুচ থেকেও এই অসুখ সংক্রমিত হয় এজন্য প্রতিবার ইঞ্জেকশন নেওয়ার সময় নতুন সিরিঞ্জ সুচ ব্যবহার করা উচিত অসুখ আক্রান্ত প্রসুতির সন্তানের শরীরেও এইডস হতে পারে বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে শিশুর দেহে এই ভাইরাস প্রবেশ করে ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতি মিনিটে একটি শিশু এইডসে আক্রান্ত হচ্ছে মুমূর্ষু অস্থায় রক্তের প্রয়োজন হলে এই রোগ বহনকারীদের কাছ থেকে রক্ত নিলে এইডস হতে পারে এইচআইভি সংক্রমিত ব্যক্তির দেহে প্রবেশ করা ইনজেকশনের সিরিঞ্জ, অস্ত্রোপচারের বিভিন্ন যন্ত্রপাতি সুস্থ ব্যক্তির দেহে ভুলবশত ব্যবহার হলে তা থেকে রোগ ছড়ায় এজন্য অবশ্যই এইডস পরীক্ষা করে শরীরে রক্ত দিতে হবে এইচআইভিতে আক্রান্তদের মাড়ির ক্ষত দেহের ক্ষত থেকে নিঃসৃত লালা রস থেকে এই ভাইরাস ছড়াতে পারে

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইডসের জন্য দায়ীহিউম্যান ইমিউনো  ডেফিশিয়েন্সি ভাইরাস’ (এইচআইভি) নামের রেট্রোভাইরাস মানুষের রক্ত অন্যান্য দেহরসেই একমাত্র বেঁচে থাকে এই ভাইরাস রোগীর দেহ থেকে অন্যের শরীরে ছড়ায় রক্ত বীর্যের মাধ্যমে বীর্যের মাধ্যমে সংক্রমিত হয় বলেই এই অসুখকেসেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজহিসেবে গণ্য করা হয় এই ভাইরাসের প্রধান কাজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়া একটা সময় সাধারণ সর্দিকাশিকেও আটকাতে পারে না শরীর ফলেঅ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিশিয়েন্সি সিনড্রোমবা এইডসের প্রভাবে মৃত্যু অবধারিত হয়ে ওঠে

 

যাযাদি/এস