​​​​​​​দেশে করোনায় আরও ৪ প্রাণহানি, শনাক্ত ২১৮৩

প্রকাশ | ৩০ জুন ২০২২, ১৭:৪৫

যাযাদি ডেস্ক

 

 

একদিন মৃত্যুশূন্য থাকার পর আবারও মহামারি করোনায় মৃত্যুর ধারায় ফিরেছে দেশ গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪৯ জনে একই সময় নতুন করে আরও দুই হাজার ১৮৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে

 

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে

 

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি পরীক্ষাগারে ১৩ হাজার ৭৮২ জনের নমুনা সংগ্রহ করা হয় এরমধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় ১৩ হাজার ৯০৫টি নমুনা এসব পরীক্ষায় দুই হাজার ১৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে তাদের নিয়ে করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন

 

এদিকে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন পুরুষ একজন নারী রয়েছেন এরমধ্যে দুইজন সরকারি হাসপাতালে এবং দুইজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নিয়ে দেশে করোনা শনাক্তের পর এখন পর্যন্ত মৃত্যুদের মধ্যে ১৮ হাজার ৬০৭ জন পুরুষ (৬৩ দশমিক ৮৩ ভাগ) এবং ১০ হাজার ৫৪২ জন নারী (৩৬ দশমিক ১৭ ভাগ) রয়েছেন

 

মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব দুইজন রয়েছেন আর বিভাগভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে একজন ঢাকার, দুইজন চট্টগ্রাম বাকি একজন রাজশাহী বিভাগের বাসিন্দা

 

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯০ জন নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ সাত হাজার ৫০৯ জনে

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয় বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের মার্চ এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান

 

যাযাদি/ এস