দেশে করোনা শনাক্ত আরও ১০৫১, মৃত্যু ২

প্রকাশ | ১৫ জুলাই ২০২২, ১৭:৫১

যাযাদি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫১ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন আরও দুজন।  মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২২৫ জনে।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত এক দিনে নয় হাজার ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে এক হাজার ৯৫৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

গত ২৪ ঘণ্টায় ‍মারা যাওয়াদের মধ্যে একজন ঢাকার এবং একজন খুলনার। তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। ১০৫১ জনের মধ্যে ৪৩০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই গত এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে।

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

যাযাদি/ এস