দেশে গত এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা নেমে এসেছে তিনশর ঘরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করে ৩৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১ জনের।
আগের দিন ৬১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সারা দেশে ৪ জনের মৃত্যুর খবর এসেছিল। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ, আগের দিন এই হার ৬ দশমিক ৬২ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
গত ২৪ ঘণ্টায় ৬৯৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন।
নতুন শনাক্ত ৩৫৫ জনের মধ্যে ৮৫ জন ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৪৯ জেলায় জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। যার মৃত্যু হয়েছে, তিনিও ঢাকার বাসিন্দা ছিলেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ২৮ মাস পর বৃহস্পতিবার শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়ায়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৭ কোটি ৪৯ লাখের বেশি।
যাযাদি/এম
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd