স্বাচিপ'এর সাধারণ সম্পাদক হলেন ডা. জাহাঙ্গীর আলম
প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫২

এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন”- মানুষ মরণশীল। কিন্তু মহৎ কিছু কর্ম সেই মরণশীল মানুষকে নশ্বর পৃথিবীতে অমরত্ব দেয়। কর্মেই মানুষ বেঁচে থাকে বলে মানবকুলের প্রতিটি মানবের বাসনায় লুকিয়ে থাকা একটি কাঙ্খিত স্বপ্ন হল কবির সেই প্রবাদবাক্যটির আদলে নিজের ছোট্ট জীবনটাকে গড়ে তোলা। এমন মহান একজন উজ্জল নক্ষত্র গণমানুষের কথা বলে, মাটি ও মানুষের নেতা, অপরাজিত দেশসেরা বঙ্গবন্ধুর লড়াকু সৈনিক, স্মার্ট বাংলাদেশ গড়ার কর্ণধার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পূর্ণবাসন প্রতিষ্ঠান (নিটোর) শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক, প্রফেসর ডাঃ জাহাঙ্গীর আলম।
তার জন্ম স্হান সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী নওশের আলী মাষ্টারের জ্যেষ্ঠপুত্র অধ্যাপক ডা: জাহাঙ্গীর আলম। তার এমন সাফল্যের সংবাদে পুরো জেলা এবং নিজ উপজেলায় মিষ্টি বিতরণ করছে এলাকাবাসী।
এদিকে তার সাফল্যের সংবাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন ব্যাপক পরিবারে ভাইরাল হয়েছে।
যাযাদি/ এস