'দেশে তামাক ব্যবহারজনিত রোগে দিনে ৪৪২ জনের মৃত্যু'

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪০

যাযাদি ডেস্ক

তামাক স্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকর। বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে থাকেন। জর্দা, গুল, সাদাপাতার মতো তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে নারীরা মুখের ক্যানসার, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। গর্ভবতীদের গর্ভপাত হওয়া এবং সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু সহ নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের। 

স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত “বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে নারীর কণ্ঠস্বর বলিষ্ঠকরন” শিরোনামে “নারী মৈত্রী’র” আয়োজনে বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় নারী মৈত্রীর প্রধান কার্যলয় আগারগাঁওয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সকল তামাক বিরোধী নারী দলের নেত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে ঐক্যবদ্ধ হন। 

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম মিয়া, প্রোগ্রামস ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশ।

আব্দুস সালাম মিয়া বলেন, "টোব্যাকো এটলাস ২০১৮-এর তথ্য মতে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তার মানে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান। জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এখনই।

শাহীন আকতার ডলি এর সভাপতিত্বে প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন, নারী মৈত্রীর টোব্যাকো কন্ট্রোল প্রোজেক্ট এর প্রোজেক্ট কোঅর্ডিনেটর নাছরীন আকতার, মেহেদি হাসান, এডভকেসি অফিসার, আলফি শাহরীন মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার সহ নারী মৈত্রীর তামাক বিরোধী নারী দলের নেত্রী এবং সদস্যবৃন্দ।

যাযাদি/ এম