মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ রোগী হাসপাতালে, মৃত্যু ৬

যাযাদি ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৪, ১৯:৪৪
ছবি : যায়যায়দিন

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯৮ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ।

এর আগে গত ৬ অক্টোবর বছরের সর্বোচ্চ (১২২৫ জন) রোগী শনাক্ত হয়েছিল।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে।

আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে। গত একদিনে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকার বাসিন্দা। বাকি একজন চট্টগ্রামের। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কমলেও কাটছে না উদ্বেগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৫ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। সেই হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ১৯০ জন রোগী চিকিৎসাধীন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে