মার্কিন সাহায্য বন্ধ : চলছে না ভারতে ট্রান্সজেন্ডারদের হাসাপাতাল

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ১০:২৫

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

ভারতে ট্রান্সজেন্ডারদের চিকিৎসায় নির্মিত হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তিনটি শহরে তাদের চিকিৎসা সেবা দেয়া হত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির মাধ্যমে বৈদেশিক সহায়তা বন্ধ করার পর তিনটি হাসপাতালের কার্যক্রমই বন্ধ হয়ে গেছে। খবর বিবিসি 

মিত্র (বন্ধু) ক্লিনিক নামে ২০২১ সালে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে হাসপাতালটি তাদের কার্যক্রম শুরু করে। যখানে ট্রান্সজেন্ডারদের এইচআইভি চিকিৎসাসহ তাদের কাউন্সেলিং সুবিধা প্রদান করা হত। 

ওই বছরই ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর থানে এবং পুনেতে মিত্র নামে আরও দুটি ক্লিনিক চালু হয়। অর্থ সহায়তার অভাবে এই দুটি ক্লিনিকও বন্ধ হয়ে গেছে। 

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ৯০ দিনের জন্য ইউএসএআইডির বৈদেশিক সহায় স্থগিতের নির্দেশ দেন। আমেরিকা ফাস্ট নীতির কারণে ট্রাম্প এমন সিদ্ধান্ত গ্রহণ করেন। 

ইউএসএআইডির ওপর এমন সিদ্ধান্ত নেয়ার কারণে ১৯৬০ সাল থেকে সংস্থাটির বিভিন্ন দেশে পাঠানো মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সহায়তা স্থগিত করার কারণে বিশেষ করে দরিদ্র এবং উন্নয়নশীল দেশে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মিত্র ক্লিনিকটি বন্ধ হওয়া কারণে ভারতে ট্রান্সজেন্ডারদের চিকিৎসা ব্যাপকভাবে ব্যহত হচ্ছে। হাসপাতালটির একজন সদস্য নাম না প্রকাশের শর্তে বিবিসি হিন্দিকে বলেন, তিনটি ক্লিনিকে প্রায় ৬ হাজার ট্রান্সজেন্ডারকে সেবা দেয়া হত। যাদের মধ্যে ৬ থেকে ৮ শতাংশ এইচআইভির চিকিৎসা নিত। 

হায়দ্রাবাদের মিত্র ক্লিনিকের ইনচার্জ রচনা মুদ্রাবোনিয়া। তিনি নিজেও একজন ট্রান্সজেন্ডার। তিনি বলেন, হাসপাতালের কার্যক্রম চালাতে ইউএসএআইডি থেকে প্রতি মাসে ২ লাখ ৫০ হাজার রুপি সহযোগিতা পেতাম। কিন্তু এখন সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যা আমাদের সম্প্রদায়ের জন্য একটি বড় ধাক্কা। 

যাযাদি/এস