গোপনীয়তা নীতিমালা-সংক্রান্ত পরিবর্তন নিয়ে তীব্র বিতর্কের জড়িয়ে হোয়াটসঅ্যাপ। এর মধ্যেই কয়েক লাখ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ছেড়েছেন। চাপের মুখে ফেসবুকের সঙ্গে বৃহৎ আকারে ডাটা বিনিময় সম্পর্কিত প্রাইভেসি হালনাগাদ তিন মাসের জন্য পিছিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
এর মধ্যেই হোয়াটসঅ্যাপ নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত সাইবার নিরাপত্তা গবেষক রাজশেখর রাজহারিয়া। তার দাবি, হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহারকারীদের মোবাইল নম্বর গুগল সার্চে মিলছে।
রাজশেখর রাজহারিয়ার দাবি করেছেন, হোয়াটসঅ্যাপ এসব নম্বর উন্মুক্ত করে দিয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপ ওয়েবের তথ্য গুগল সার্চ পেজে ইনডেক্স করার সময় মোবাইল নম্বরসহ উন্মুক্ত তথ্যগুলো স্বযংক্রিয়ভাবে দেখানো হচ্ছে। তার হাতে এমন অনেক প্রমাণ রয়েছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াটসঅ্যাপ।
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারকারীদের ৪ লাখ ৭০ হাজার অভ্যন্তরীণ কথোপকথনের লিংক উন্মুক্ত করে দেয়া ও গুগল সার্চে সেসব তথ্য প্রদর্শিত হওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সূত্র: ইন্ডিয়া ডটকম।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd