শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আলিবাবা নিয়ে এলো এক চাকার মোটরসাইকেল

যাযাদি ডেস্ক
  ২৮ মার্চ ২০২১, ১৯:১৪

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা ভারতের বাজারে নিয়ে এলো এক চাকার মোটরসাইকেল। এই মোটরসাইকেলে চালককে সামনের দিকে ঝুঁকে চালাতে হবে। এতে গতি বাড়বে। আর পেছনের দিকে হেলে গেলে গতি কমে যাবে।

ব্যাটারিচালিত মোটরসাইকেলটিতে একবার চার্জ দেয়া হলে ১০০ ‍কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব হবে। এর টপ স্পিড ৪৮ কিলোমিটার এবং বাইকটির ওজন ৪০ কেজি।

মোটরসাইকেলটিতে লোহার তৈরি ফ্রেম এবং ফুয়েল ট্যাংক রয়েছে। এক চাকার মোটরসাইকেলে শুধু চালকের বসার জায়গা রয়েছে। এছাড়া ৬০-১০০ কিলোমিটার পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে মোটরসাইকেলটি।

আলিবাবা বলছে, ৩ থেকে ১২ ঘণ্টার মধ্যে এতে ফুল-চার্জ দিতে হবে। এটি চালকের মধ্যে আশা তৈরি হচ্ছে।

এক চাকার মোটরসাইকেলে চালক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে বসতে পারেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো স্বাভাবিক মোটরসাইকেলের মতো এর হ্যান্ডেলবার উপরে রাখা হয়নি। হ্যান্ডেলবারের নিচে থাকার কারণে এক চাকার মোটরসাইকেলে ভারসাম্য রক্ষা করা সম্ভব।

বাজারে ইলেক্ট্রিক বাইকের চাহিদা বাড়ছে। নতুন এই মোটরসাইকেল এক চাকার হওয়ার কারণে গ্রাহকরা সহজেই আকৃষ্ট হবে বলে আশা করছে আলিবাবা।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে