পৃথিবীর বাইরে প্রথম হেলিকপ্টার উড়াতে যাচ্ছে নাসা

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ২০:০৭

যাযাদি ডেস্ক

অবশেষে পৃথিবীর বাইরেও কোনো গ্রহে উড়তে যাচ্ছে হেলিকপ্টার। মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, মঙ্গল গ্রহে সোমবার হেলিকপ্টার ইনজেনুইটিকে আকাশে উড়ানো হবে। এরইমধ্যে নাসার ইউটিউব চ্যানেলে পুরো বিষয়টির এনিমেশন প্রচার করা হয়েছে।

 

বিবিসি একে ঐতিহাসিক এক মুহূর্ত বলে আখ্যায়িত করেছে। এটি আকাশে ওড়ার পর পৃথিবীতে কয়েক ঘন্টা পর তার তথ্য নিশ্চিত হওয়া যাবে। তবে এটি সরাসরি প্রচার করবে নাসা।

 

মঙ্গলে হেলিকপ্টার ওড়ানোর বিষয়টি গত ১১ এপ্রিলই হওয়ার কথা ছিল। কিন্তু প্রাথমিকভাবে কিছু বিঘ্ন ঘটায় সময় পিছিয়ে দেয়া হয়। এর আগেও ইনজেনুইটি বেশ কয়েকটি পরীক্ষায় সফল হয়েছে।

এটি মঙ্গলের জেজেরো ক্রেটার খাদে অভিযান চালায়। আকারে এটি বেশ ছোট। উচ্চতা ১৯ ইঞ্চি মাত্র। এটিকে আলাদা করে গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলে পাঠানো হয়। এটি এখন পারসিভারেন্স রোভারের উপরে রয়েছে। এর সঙ্গে উপর থেকে ছবি নেয়ার জন্য একটি ক্যামেরা আছে। সোলারের মাধ্যমে এর চার্জ হয়। নাসা জানিয়েছে, এটি প্রায় ৪০ সেকেন্ড আকাশে থাকবে। সর্বোচ্চ ১০ ফুট উচ্চতায় উড়বে বলে ধারণা করা হচ্ছে।

 

যাযাদি/এসআই