​এক বছরে ফেসবুক ব্যবহারকারী বেড়েছে ১ কোটি

প্রকাশ | ১০ জুন ২০২১, ২০:৩৩

যাযাদি ডেস্ক

 

 

বাংলাদেশে গত বছর করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর এক বছরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক সংখ্যক বৃদ্ধি পেয়েছে।

 

এ সময়ের মধ্যে ফেসবুক দেশে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় ১ কোটি। এছাড়া মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় ৩ কোটি। এ সময় ইন্সটাগ্রাম ও লিঙ্কডইন ব্যবহারকারীও অনেক বেড়েছে।

 

পোল্যান্ড ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাটে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি প্রতিমাসে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর পরিসংখ্যান প্রকাশ করে।

 

নেপোলিয়নক্যাটের তথ্যমতে, চলতি বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার। এটি বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮ শতাংশ।

 

এসব ব্যবহারকারীর মধ্যে ৩০.৯ শতাংশ নারী ও ৬৯.১ শতাংশ পুরুষ। অধিকাংশ ব্যবহারকারীর বয়স ১৮ থেকে ২৪ এর মধ্যে। এদের সংখ্যা ২ কোটি ১২ লাখ।

 

মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা গত ১ বছরে বেড়েছে চারগুণ। ২০২০ সালের এপ্রিলে দেশে মেসেঞ্জার ব্যবহারকারী ছিল ৯৩ লাখ ৯১ হাজার। আর চলতি বছর বছর মে মাসে মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২১ লাখ ৫০ হাজারে।

 

দেশে বর্তমানে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৪০ লাখ ৭ হাজার। এছাড়া পেশাজীবীদের যোগাযোগমাধ্যম লিঙ্কডইন ব্যবহারকারীর সংখ্যা ৪১ লাখ ১৭ হাজার।

 

যাযাদি/এসআই