​নিষেধাজ্ঞা প্রত্যাহার করে টিকটকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ বাইডেনের

প্রকাশ | ১০ জুন ২০২১, ২০:৫৬

যাযাদি ডেস্ক

চীনা অ্যাপ টিকটক এবং উইচ্যাটের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপের যে নির্বাহী আদেশ রাজি করেছিলেন, তা প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

 

দ্য ভার্জ জানিয়েছে, ট্রাম্পের আদেশের জায়গায় বাইডেন এখন কমার্স সেক্রেটারিকে অ্যাপ দুটির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিচ্ছেন। এগুলো ব্যবহারে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ হুমকির মুখে পড়ার সম্ভাবনা আছে কি না, সেটিই মূলত দেখা হবে।

 

গত বছর ডোনাল্ড ট্রাম্প চীনের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন। তার দাবি ছিল, প্রতিষ্ঠানগুলো চীন সরকারের হয়ে কাজ করছে।

 

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সন্তোষ জানিয়ে বিবৃতি দিয়েছে চীন। বৃহস্পতিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র গাও ফেঙ্গ বলেন, ‘যুক্তরাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

 

তবে টিকটক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

 

যুক্তরাষ্ট্রের প্রায় ৮ কোটি নাগরিক প্রতি মাসে অ্যাপটি ব্যবহার করে থাকে।

 

ট্রাম্প তার আমলে শুধু নির্বাহী আদেশ জারি করেই বসে থাকেননি। টিকটকের মালিকানা বিক্রির জন্য চাপ প্রয়োগ করেন। ওই সময় ওরাকল, মাইক্রোসফটসহ কয়েকটি কোম্পানি টিকটক কেনার প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়।

 

যাযাদি/এসআই