বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০২৫ থেকে উইন্ডোজ ১০ আপডেট বন্ধ হচ্ছে

যাযাদি ডেস্ক
  ১৩ জুন ২০২১, ২০:৫৬

২০২৫ থেকে উইন্ডোজ ১০-এ সমর্থন দেওয়া বন্ধ করে দেবে মাইক্রোসফট। সম্প্রতি এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের আপডেটেড উইন্ডোজ জীবন চক্র নথি বলছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০ হোম, প্রো, প্রো ফর ওয়ার্কস্টেশন এবং প্রো এডুকেশন সংস্করণে আর আপডেট আসবে না।

মাইক্রোসফট উইন্ডোজ ১০ আনার সময় জানিয়েছিল, এটিই হবে উইন্ডোজের শেষ সংস্করণ। কিন্তু প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কর্মকাণ্ড বলছে ভিন্ন কথা। কিছুদিন আগেই নতুন উইন্ডোজ সংস্করণের ব্যাপারে আভাস দিয়েছে মাইক্রোসফট। নিজেদের ওয়েবসাইটে এক অনুষ্ঠানের ঘোষণাও দিয়ে রেখেছে তারা। বলা হচ্ছে, ২৪ জুনের ওই অনুষ্ঠানে মাইক্রোসফট ‘উইন্ডোজের পরবর্তী’ সবকিছুর ব্যাপারে জানাবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

অনুষ্ঠানের ব্যাপারে নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকেও জানিয়েছে মাইক্রোসফট। কিছুদিন আগে ‘মাইক্রোসফট বিল্ড ২০২১’ আয়োজনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, গত দশকের সবচেয়ে উল্লেখযোগ্য উইন্ডোজ আপডেটের খবর আসবে অনুষ্ঠানটিতে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে