অ্যান্টি-ভাইরাসের স্রষ্টা ম্যাকাফির কারাগারে 'আত্মহত্যা'

প্রকাশ | ২৪ জুন ২০২১, ১০:৪২ | আপডেট: ২৪ জুন ২০২১, ১০:৪৫

যাযাদি ডেস্ক

পৃথিবীর প্রথম বাণিজ্যিক অ্যান্টি-ভাইরাস ম্যাকাফির নির্মাতা জন ম্যাকাফি স্পেনের বার্সেলোনায় একটি কারাগারে 'আত্মহত্যা' করেছেন।

 

বুধবার বার্সেলোনার কারাগারে ম্যাকাফির নিজের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের।

 

ম্যাকাফির আইনজীবী জাভিয়ের ভিলালবা বলেছেন, ম্যাকাফি ৯ মাস ধরে কারাগারে থাকার কারণে হতাশ হয়ে পড়েছিলেন। এজন্য তিনি আত্মহত্যা করেছেন।

 

কর ফাঁকি দেওয়ার অভিযোগে ৭৫ বছর ম্যাকাফিকে কারাদণ্ড দিয়েছিল স্পেনের আদালত। গত সপ্তাহে স্পেনের আদালত ঘোষণা দেয় যে ম্যাকাফিকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়া হবে।

 

জন ম্যাকাফির বিরুদ্ধে কয়েক বছর ট্যাক্স না দেওয়ার অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রে। সম্পদ বেনামে লুকিয়ে রাখারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

 

২০২০ সালের অক্টোবরে স্পেনে গ্রেপ্তার জন ম্যাকাফি। তুরস্কে পালিয়ে যাওয়ার সময় স্পেনের বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বার্সেলোনার কারাগারে ছিলেন তিনি।

 

জন ম্যাকাফি ১৯৮৭ সালে বিশ্বের প্রথম বাণিজ্যিক অ্যান্টি-ভাইরাস 'ম্যাকাফি' চালু করেন।  ২০১১ সালে এই অ্যান্টি-ভাইরাস ইন্টেলের কাছে বিক্রি করেন তিনি।

 

যাযাদি/ এমডি