শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর উপায়

যাযাদি ডেস্ক
  ২৭ জুন ২০২১, ১১:৩২

সাধারণত হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর জন্য নাম্বার সেভ করতে হয়। কিন্তু স্মার্টফোনে নাম্বার সেভ না করেই প্ল্যাটফর্মটিতে কেউ মেসেজ পাঠাতে চাইলে তাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশল অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ব্যবহারকারীই অবলম্বন করতে পারেন।

নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর জন্য আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে। এই ধাপগুলো হলো-

১. স্মার্টফোনে ব্রাউজার ওপেন করুন।

২. এবার http://wa.me/xxxxxxxxxx অথবা http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxxxx-লিংকটি অ্যাড্রেস বারে পেস্ট করুন।

৩. তারপর ‘xxxxxxxxxx’ এর স্থানে আপনার দেশের কোড ও যাকে মেসেজ পাঠাতে চান তার ফোন নাম্বারটি দিতে হবে। এখন লিংকটি দেখাবে এভাবে- ‘http://wa.me/8801954367325’। অর্থাৎ প্রথম দুটি ডিজিট হলো বাংলাদেশের কোড এবং পরবর্তী ডিজিট হলো যাকে মেসেজ পাঠাতে চান তার ফোন নাম্বারের ডিজিট।

৪. এবার ‘Enter’ বাটনে ক্লিক করলে লিংকটি ওপেন হবে।

৫. এবার আপনি আপনার মেসেজটি লিখুন। সূত্র : এনডিটিভি।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে