​ নীলের পরিবর্তে কালো স্ক্রিন থাকছে উইন্ডোজ ১১তে

প্রকাশ | ০৫ জুলাই ২০২১, ১১:০১

যাযাদি ডেস্ক

 

সদ্য উন্মুক্ত হওয়া উইন্ডোজ ১১তে নীল স্ক্রিনের বদলে কালো স্ক্রিন এনেছে মাইক্রোসফট। যারা নিজেদের ডিভাইসে এটা ইনস্টল করেছেন সে রকম অভিজ্ঞতার কথাই জানাচ্ছেন।

 

প্রযুক্তিবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের নীল স্ক্রিনের দিন শেষ হয়েছে। এবার এসেছে কালো স্ক্রিনের চমক।

 

২০১৬ সালে উইন্ডোজ ১০-এ কিউআর কোড যোগ করেছিল মাইক্রোসফট। এতে স্ক্যানিংয়ের মাধ্যমে ব্যবহারকারী তথ্য খুঁজে পাওয়ার সুযোগ পায়। অন্যদিকে ২০১২ সালে উইন্ডোজ ৮-এর স্ক্রিনে যোগ করা হয় ‘আনহ্যাপি ফেস’। নতুন উইন্ডোজটিতে স্ক্যানিংয়ের জন্য উইন্ডোজ ১০-এর ‘কিউআর কোড’ এবং উইন্ডোজ ৮-এর ‘আনহ্যাপি ফেস’ উভয়ই রয়েছে।

 

গত ২৪ জুন মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ১১ বাজারে আসে। মাইক্রোসফট তখন জানায়, নতুন প্রজন্মের উইন্ডোজ নিয়ে তারা বেশ আশাবাদী। কারণ এখানে ব্যবহারকারীর জন্য আছে চমক। নতুন নতুন ডিজাইনের পাশাপাশি ওয়ালপেপারেও এনেছে ব্যাপক পরিবর্তন। তাছাড়া এ উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহার করা যাবে।

 

যাযাদি/ এমডি