​ বিজ্ঞান জাদুঘরে “Delta Plan:2100” শীর্ষক অধিবেশন

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ১৭:১২

যাযাদি ডেস্ক

 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (৩১/০৭/২০২১ইং) “Delta Plan: 2100” শীর্ষক এক শিক্ষামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। জুম প্লাটফর্মে অনুষ্ঠিত এ অধিবেশনে অংশগ্রহণ করেন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

সরকারের উপসচিব ও দুদকের উপপরিচালক জনাব ড. মাজেদুল হক Delta Plan: 2100-এর প্রেক্ষাপট, মৌলিক বিষয়সমূহ, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন। অধিবেশনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “পলিবিধৌত বাংলাদেশকে আগামী ২১০০ সালের মধ্যে একটি স্বনির্ভর, খাদ্য নিরাপত্তায় সমৃদ্ধ এবং অর্থনৈতিক ও পরিবেশগতভাবে টেকসই এবং দুর্যোগ প্রশমনে সক্ষম করাই Delta Plan-এর লক্ষ্য।

 

বিজ্ঞান জাদুঘর আগামীতে শিশু, কিশোর ও তরুণ বিজ্ঞানীদের জন্য Delta Plan নিয়ে শিক্ষামূলক অধিবেশন আয়োজন করবে, যাতে ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিটি উন্নয়ন পরিকল্পনা সফল বাস্তবায়ন সম্ভব হয়।”

 

যাযাদি/এস