বিজ্ঞান জাদুঘর : সরকারি সম্পদ দক্ষতা ও সততার সাথে ব্যবহারের আহ্বান

প্রকাশ | ২২ আগস্ট ২০২১, ১৯:১২

যাযাদি ডেস্ক

“সরকারি দপ্তরে সরকারি কার্য সম্পাদনের মান ও গতি বাড়াতে হবে। কাজে ফাঁকি না দিলে ৯টা- ৫টার মধ্যেই  অনেক কর্মযজ্ঞ সম্পাদন সম্ভব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার আমানত সরকারি কর্মচারীদের কাছে। এ আমানত রক্ষা না করলে তা’ অপরাধ। সরকারি সম্পদের সযত্ন ও সুদক্ষ ব্যবহারের মাধ্যমে অফিসের কাজের মান বহুগুণ বাড়ানো সম্ভব।  সম্পদ  থাকা সত্ত্বেও সততা ও সদিচ্ছার অভাবে  প্রতিষ্ঠান ব্যর্থ হয়,  এমন দৃষ্টান্ত অজস্র, -একথার মর্ম সরকারি কর্মচারীদের অনুধাবন করতে হবে।” বিজ্ঞান জাদুঘরকে স্মার্ট প্রতিষ্ঠানে পরিনত করতে  সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। (২২ আগস্ট, ২০২১)  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা/কর্মচারীদের কম্পিউটার সামগ্রী হস্তান্তরকালে সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী এ কথা বলেন।

উল্লেখ্য, প্রায় ৬ (ছয়)  লক্ষ টাকা ব্যয়ে সংগৃহীত ৯টি আধুনিক কম্পিউটার  সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়।