বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

​টেলিটক ও নার্সিং- মিডওয়াইফারি কাউন্সিলের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

যাযাদি ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:০০

গত ২১শে সেপ্টেম্বর, ২০২১ তারিখে রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী টেলিটক বাংলাদেশ লিঃ এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের মধ্যে একটি টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সাশ্রয়ী মূল্যে টেলিযোগাযোগ সেবা পাবে।টেলিটকের পক্ষে বিক্রয়, বিতরণ ও গ্রাহক সম্পর্ক বিভাগের মহাব্যবস্থাপক জনাব শেখ ওয়াহিদুজ্জামান এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পক্ষে রেজিস্ট্রার সুরাইয়া বেগম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার মুরাদ শিকদার এবং টেলিটকের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ সাইফুর রহমান খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে জনাব শেখ ওয়াহিদুজ্জামান বলেন- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানসম্মত টেলিকম সেবাস্বল্প মূল্যে গ্রাহকের দরজায়পৌঁছেদিতেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্রমোবাইল টেলিকমসেবা প্রদানকারী প্রতিষ্ঠানটেলিটকবাংলাদেশলিমিটেডপ্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানেনার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলেররেজিস্ট্রার জনাব সুরাইয়া বেগম স্বাস্থ্যখাতে সেবিকা এবং ধাত্রীদের গুরুত্ব উল্লেখ করে তাঁদের কর্মদক্ষতা উন্নয়নে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ভূমিকা তুলে ধরেন এবং এক্ষেত্রে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির ভূমিকাও উল্লেখ করেন। বক্তারা সকলেই রাষ্ট্রীয় উভয় প্রতিষ্ঠানের পারস্পারিক সহযোগিতার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে