​টেলিটক এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মধ্যে বিশেষ সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২১, ১৯:৩৪

যাযাদি ডেস্ক

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর অধীনে “জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ” এর  ডিজিটাল কার্যক্রমের (জনবল নিয়োগ, কর্পোরেট সার্ভিস, bulk SMS ইত্যাদি) আওতায়  টেলিটকের কারিগরি সহযোগিতা প্রদানের লক্ষ্যে “টেলিটক বাংলাদেশ লিমিটেড” এবং “জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ” এর মধ্যে ০৫/১০/২০২১ খ্রিঃ একটি বিশেষ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। উক্ত চুক্তির ফলে, টেলিটক বাংলাদেশ লিমিটেড জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-কে ডিজিটাল কার্যক্রম-এ সকল ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করবে।

 

এই ডিজিটাল পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ার ফলে জনবল নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং একই সাথে অর্থ, সময় ও শ্রমের যথেষ্ট পরিমাণে হ্রাস করবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলওয়ার হায়দার, চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ড. মোঃ মইনুল হক আনছারী, সদস্য (যুগ্মসচিব), ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা উইং, বিজয় কুমার মন্ডল , সদস্য, পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প, জাতীয় গৃহায়ন, মোঃ শাহজাহান আলী, সদস্য (অতিরিক্ত সচিব), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, মোহাম্মদ শফিউর রহমান, পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাহাব উদ্দিন, মার্কেটিং এন্ড ভ্যাস বিভাগের মহাব্যবস্থাপক জনাব শেখ ওয়াহিদুজ্জামান এবং মার্কেটিং এন্ড ভ্যাস বিভাগের, উপ-মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ আল রাজ্জাকুজ্জামান। এছাড়াও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

যাযাদি/ এস