রাজধানীর বাইরে বিজ্ঞান জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী

প্রকাশ | ০২ নভেম্বর ২০২১, ২১:০৫

যাযাদি ডেস্ক

 

 

কোভিড-১৯ সংকট উত্তরণের পর এ প্রথমবারের মতো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক রাজধানীর বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী কার্যক্রম শুরু করা হয়েছে। 

গতকাল (০১.১১.২০২১ ইং) ফোর-ডি মুভি সমৃদ্ধ একটি আধুনিক মুভিবাস রাজধানী ছেড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌছায়। এতে তিনশত শিক্ষার্থী ও তরুণ বিজ্ঞানী অংশ নেয়। 

এ প্রদর্শনীতে  মুখরিত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 

উল্লেখ্য, বিজ্ঞান শিক্ষাকে প্রত্যন্ত অঞ্চলে তথা তৃণমূলে পৌছে দিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এ ফোর-ডি মুভিবাস তৈরী করা হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ বিজ্ঞান শিক্ষা বই পুস্তকের মধ্যে আবদ্ধ না রেখে শিক্ষার্থীদের দ্বারপ্রান্তে বিজ্ঞানকে জনপ্রিয়করণ করার লক্ষ্যে বিজ্ঞান জাদুঘর এ কার্যক্রম পরিচালনা করছে। 

পাশাপাশি অনলাইন কার্যক্রমও চালু রাখা হয়েছে। মুখস্ত করে বিজ্ঞান শেখা যাবেনা, জীবনভিত্তিক কর্মকান্ড নিয়ে বিজ্ঞানকে শিখতে হবে। পুরো জাতিকে বিজ্ঞান মনস্ক করতে হলে প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান শিক্ষাকে পৌছাতে হবে।”  

যাাদি/ এস