আইফোনের বদলে রাশিয়ার তৈরি ফোন ব্যবহারের পরামর্শ পুতিনের

প্রকাশ | ১০ মার্চ ২০২২, ১১:৪১

যাযাদি ডেস্ক

 

 

আমেরিকার তৈরি আইফোনের পরিবর্তে রাশিয়ার তৈরি ফোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দেশটির সরকারের পক্ষ থেকে বাসিন্দাদের জানিয়ে দেয়া হয়েছে তারা কী ধরনের ফোন ব্যবহার করবেন মস্কোর পরামর্শ দেশবাসী যেনো স্বদেশী এওয়াইওয়াইএ টি১ মডেলের ফোন ব্যবহার করেন

 

সম্পূর্ণ রুশ প্রযুক্তিতে তৈরি এই ফোন কেনার জন্য রাশিয়ার নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে

 

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পরে পশ্চিমের দেশগুলো রাশিয়ার উপরে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিম দুনিয়ার বিভিন্ন সরকারের নিষেধাজ্ঞার সঙ্গেই একাধিক বেসরকারি কোম্পানি রাশিয়ায় ব্যবসা বন্ধের ঘোষণা করতে শুরু করেছে

 

এরই ধারাবাহিকতায় রাশিয়ায় কোম্পানির সব প্রোডাক্ট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল এই ঘটনার পর রাশিয়া সরকার দেশটির নাগরিকদের ওই দেশে তৈরি এওয়াইওয়াইএ টি১ ফোন কেনার পরামর্শ দিয়েছে রাশিয়া

 

এওয়াইওয়াইএ টি১ মডেলের ফোনে রয়েছে . ইঞ্চির ডিসপ্লে  এই ডিসপ্লেতে ৬০  হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে  ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও পি৭০ চিপসেট সঙ্গে থাকছে জিবি ্যাম ৬৪ জিবি স্টোরেজ রয়েছে

 

ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা দেখা যাবে প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১২ মেগাপিক্সেলের সেন্সর এছাড়াও থাকছে একটি মেগাপিক্সেলের ক্যামেরা ফোনের রিয়ার ক্যামেরায় ব্যবহার হয়েছে ডিজিটাল ইমেজ স্টেবিলাইজেশন

 

এওয়াইওয়াইএ টি১ মডেলের ফোনটি চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে ডিভাইসটির কয়েকটি ভার্সনে অরোরা ওস ব্যবহার করা হয়েছে 

 

ফোনটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি কালো সবুজ রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন ফোনের সঙ্গেই গ্রাহকরা পাবেন একটি সিলিকন কভার

 

যাযাদি/ এস