১৭ মার্চ থেকে টেলিটক ইন্টারনেট ডাটার মেয়াদ থাকবে না

প্রকাশ | ১৬ মার্চ ২০২২, ১১:৪৪

যাযাদি ডেস্ক

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকবে না অর্থাৎ যত দিন ডাটার ব্যালেন্স থাকবে ততদিন গ্রাহক তার ক্রয়কৃত ডাটা ব্যবহার করতে পারবেন

 

ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ১৫ মার্চ (মঙ্গলবার) ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ থেকে টেলিটক এই ব্যবস্থা কার্যকর করবে

 

মন্ত্রী মঙ্গলবার ঢাকায় বিটিআরসি মিলনায়তনে মোবাইল অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে ঘোষণা দেন

 

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন

 

অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, টেলিটকের ্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবসরপ্রাপ্ত) এবং গ্রামীণফোন, রবি  এবং বাংলালিংকের প্রতিনিধিগণ মোবাইল ফোনের ডাটা প্যাকেজ ব্যাবস্থাপনা সহজীকরণে তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন এবং বিষয়ে বিটিআরসির গাইড লাইন অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়টি অবহিত করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন

 

যাযাদি/এস