প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান : অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন), বাপাউবো

প্রকাশ | ১১ আগস্ট ২০২২, ১৭:৪৭

যাযাদি ডেস্ক

প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা জেলার ধামরাই উপজেলার, কালামপুর গ্রামে এক সুখ্যাত পরিবারে জন্মগ্রহন করেন তিনি ছয় বিষয়ে লেটারসহ স্টার মার্কস পেয়ে আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৯ইং সনে এসএসসি পাশ করেন এরপর তিনি ঢাকা কলেজ থেকে ১৯৮১ইং সনে এইচএসসি এবং ১৯৮৭ইং সনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল  ইঞ্জিনিয়ারিং Major in Environment & Structure) ডিগ্রি অর্জন করে সমসাময়িক সময়ে স্বল্পতম বয়সে গ্রাজুয়েট প্রকৌশলী হন বছর দুই বেসরকারী চাকুরী করে ১৯৮৯ইং সনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যোগদান করেন চাকুরীরত অবস্থায় তিনি নেদারল্যান্ডস এর IHE থেকে ১৯৯৫ইং সনে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং (Major in Land & Water use) পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করেন তখন বিদেশে থাকার সুযোগ পেয়েও তিনি বাংলাদেশে ফিরে আসেন

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চাকুরী জীবনে প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান ডিজাইন, প্ল্যানিং, ফিল্ড পর্যায়ে কাজ বাস্তবায়ন এবং মনিটরিংসহ মানব সম্পদ উন্নয়নে কাজ করেছেন তিনি হাওড় এলাকা, উপকূলীয় অঞ্চল, সেচ প্রকল্প এবং নদী ভাঙ্গন রোধ কাজে অভিজ্ঞতা অর্জন করেছেন

 

চাকুরী জীবনে প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান  বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, রয়্যাল নেদারল্যান্ড সরকারসহ জিওবি অর্থায়নের প্রকল্পে কাজ করেছেন তিনি ১৯৭১ইং সনের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলেন এবং অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মাটি, মানুষ পানির সমন্বিত, টেকসই এবং সার্বজনীন ব্যবস্থাপনার মাধ্যমে ২০৪১ইং সনের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা যাবে বলে তিনি দৃঢভাবে বিশ্বাস করেন পারিবারিক জীবনে তিনি এক মেয়ে এবং এক ছেলের পিতা তাহার সহধর্মিণী প্রভাষক হিসাবে কর্মরত তিনি সকলের কাছে দোয়া প্রার্থী

 

যাযাদি/এস