চীনের দুই শতাধিক অ্যাপস ভারতে নিষিদ্ধ

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনের দুই শতাধিক অ্যাপস ভারতে নিষিদ্ধ করা হয়েছে। ২০২০ সাল থেকে দেশটিতে একাধিকবার বিদেশি অ্যাপস নিষিদ্ধ করা হয়েছিল। এসব অ্যাপসের বিরুদ্ধে তখনও গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল। 

এএনআই’র প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভারতে ২৩২টি অ্যাপস নিষিদ্ধ বা ব্লক করা হয়েছে। এসব অ্যাপসের বেশিরভাগই চীনের তৈরি। এর মধ্যে ১৩৮টি বেটিং অ্যাপস বাকি ৯৪টি লোন লেন্ডিং অ্যাপস। 

মাস ছয়েক আগে ভারতে ২৮৮টি চীনের ডেভেলপকৃত লোন অ্যাপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ৯৪টি লোন অ্যাপ ভারতে অফিশিয়াল স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে। বাকি চীনা লোন অ্যাপগুলি থার্ড পার্টি লিংক থেকে ডাউনলোড হচ্ছিল।

সাধারণ মানুষকে বিপুল পরিমাণ ঋণের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে এই অ্যাপসগুলো। এছাড়াও দেশটির নাগরিকদের তথ্য চীন হাতিয়ে নিচ্ছিল বলে ভারত সরকার অভিযোগ করছে। 

যাযাদি/ এস